ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ঢাকা টেস্ট জেতার জন্য সবাই উদগ্রীব: মুমিনুল হক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর আগামীকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জেতার জন্য দলের সবাই উদগ্রীব হয়ে আছে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।


বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রথম ম্যাচের স্মৃতি টেনে মুমিনুল হক বলেন, ‘যেটা চলে গেছে তা নিয়ে চিন্তা না করাই ভালো। প্রথম ম্যাচে আমাদের ইতিবাচক যেগুলো ছিল সেগুলো নিয়েই সামনের দিকে এগোতে চাই। দলের সবাই ইতিবাচক। আশা করি, এই ম্যাচে ইতিবাচক ফল করতে পারব। এই ম্যাচটি জেতার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে।’


একাদশ কেমন হতে পারে এ বিষয়ে মুমিনুল হক বলেন, ‘উইকেট কেমন হবে তা নিয়ে এখনই কিছু বোঝা যাচ্ছে না। কাল (বৃহস্পতিবার) বোঝা যাবে। কয়জন পেস বোলার খেলবে, কয়জন স্পিনার খেলবে এ বিষয়ে আমরা কাল (বৃহস্পতিবার) উইকেট দেখে সিদ্ধান্ত নেব।’


এই ম্যাচে সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ দল। ইনজুরির কারণে সাকিব খেলতে পারবেন না। সাকিবকে নিয়ে মুমিনুল হক বলেন, ‘সাকিব আল হাসান নাই এই কারণে যে দল চলবে না সেরকম না। এর আগেও অনেকবার সাকিব ভাই দলে ছিলেন না, তবুও দল চলেছে, দল জিতেছে। সাকিব ভাইয়ের থাকা না থাকা নিয়ে আমি 

ads

Our Facebook Page